'" আমায় শুদ্ধ করো হে মহাজীবন,
প্রস্পুটিত করো, বিকশিত করো সুন্দরি গোলাপের মতো ।
ঝড়াপাতা হয়ে অনেকটা দিন পড়ে আছি রাস্তার পাশে,
হয়তো একটু শিশির ছোঁয়া পেলেই জেগে উঠতে পারি,
যেমন এক চিলতে বসন্তের আশায় আশায় আমার ব্যাকুল হৃদয়
আমায় তুমি ভোরের কুয়াশার মতো শুদ্ধ করো।
আমায় শুদ্ধ করো হে মহাজীবন
নতুন একটা তরীর জন্য হলেও,
মাঝদরিয়ায় ভাঙ্গা নৌকারোহী আমি ভেসে চলেছি পালহীন যাযাবরের মত,
অসীম শূন্যতা আর বিস্তির্ণ আকাশের হাহাকার নিয়ে,
বিভোর জলরাশির মত্ততায় আমাকে শুদ্ধ করো,
আবহমান গঙ্গার পবিত্র জলরাশির মত।
শুদ্ধ করো হে মহাজীবন
সেই কবে থেকে অন্ধকারে ডুবে আছি,
অনেকটা সময় বিভৎস অমাবস্যার নগ্ন নৃত্য দেখছি,
একটু টুকরো সোনালি আলোর জন্য কোন জোছনাকুমারী আমাকে দান করো,
কিছুটা চরম অশ্লীলতায় শুদ্ধ হোক একটা জীবন
অামায় চরম অপবিত্রতায় শুদ্ধ করো হে মহাজীবন।। ""''