'"" শব্দের হাতছানিতে বেঁচে থাকা,
নাকি নিশ্চিত মৃত্যু উপত্যকা।
আমার শরীর, আনন্দ বেদনা নিয়ে, রক্ত, কোষ, জননইন্দ্রিয়
শিরা উপশিরা, প্রতিটা গ্রহ উপগ্রহে বায়ুকণার মত ছড়িয়ে আছে, উল্কার মতো ছুটে চলছে ক্লান্তাহীন লক্ষ কৌটি শব্দের সমাহর,
ঝড়ো আবেগের শব্দ, মিথ্যে অশ্লীল,
গোপন প্রেমের মত শব্দ, জমে থাকা হরেক রংএর শব্দ, হাহাকার ভালবাসার শব্দ, নিরবতার প্রশান্তির মত শব্দগুলো....
এমনকি মস্তিষ্কের অক্সিজেনের জায়গাটুকু এমন কিছু বিশিষ্ট শব্দের দখলে যাচ্ছে,
কখনোবা বারবারই ঠেলে বেড়িয়ে আসতে চাইছে, পরাস্ত করবে,
শরীরের মেলবন্ধনে উগড়ে দিতে চাইছে সেইসব বিপন্ন শব্দরা,
যাদের আমি রোজকার মতো কিনি, শব্দ বেচি আপনধারায়...,""