"" একটা ক্লান্তিকর দিন,
বিষন্ন একটা লালচে বিকেল তোমার হাতে তুলে দিলে
তবে তুমি কি বুঝতে ভালবাসা কি?
হয়তো বোঝ রঙ্গিন আকাশ,
সবুজ ক্ষেতের বুকে উড়ে চলা একটা প্রজাপতি
মানস সরোবর, শিকারি মাছরাঙ্গা
পৃথিবী স্বপ্ন, স্বপ্ন পৃথিবী।
আমি জানি অন্যের দায়বদ্ধতা নিজের কাঁধে নেওয়ার মতো বোকা তুমি নও,
এসবে তোমার গভীর অনাগ্রহ
নির্মল হাসির গূঢ় রহস্য জানার অবকাশ নেই,
প্রতিটি খোঁড়া যুক্তির পেছনে সত্য খোঁজার
কোথায় এত নষ্ট সময়?
আমার আছে একরাশ হেঁয়ালি,
গোপন গোপন খেলা আর শতছেঁড়া কাব্যিক জলছবি।
বন্ধু জেনো, আমার আকাশ মেঘলা এখন, তুমি রোদ পোহালে এসো,
দিনের শেষে কান্না পেলে জানবো ভালবাসো।।""