""" অতটা কাছাকাছি থাকার প্রয়োজন নেই,
ঠিক যতটা দুরত্ব থাকলে সম্পর্ক ভালো রাখা যায়,,,,
ঠিক ততোখানি দুরত্ব বজায় রাখো,
ভালো থাকো, ভালো রেখো সারাদিন সারাক্ষণ।
যদিও এখানে ভালবাসারা অতৃপ্ত, ভালবাসারা বঞ্চিত
গৃহহীন কাকের বর্ষা বরনের মত,
নিষ্প্রাণ জবুথবু একাকার ভালবাসা
অথবা আমার বেখিয়ালি নিস্বঙ্গতা
চেয়ে এনেছি কষ্টের অবিরাম বরিষন।
তাকিয়ে রয়েছি সব কলি শেষে ফুল হয়ে ঝরে পড়েছে
হাসনাহেনা জবা টগর চন্দ্রমল্লিকারা,
অমরত্বের স্বাদ আর পাওয়া হলো না তাদের
নিবিড় অসাড় অনুভূতিতে তৃপ্ত ছিলাম।
বড় অসময়ে আসলে তুমি,
অস্থির বেসামাল পাথরের শহরে
যেখানে মূহুর্ত কাটে নিশাচর বন্ধুর প্রণিপাতে,
মৃত্যুর মত কালো কতটা কাল।
তবে এখন পরমামৃত, চরণামৃত কিছু চায় না,
হয় একটুকরো সৃষ্টিশীল জমি দাও।
নতুবা নতুন কষ্ট আনো,
ধার করা কষ্টের জলসাতে চুপিচুপি ভেসে যায়।।"""''