"" ঠিক নেহাৎ প্রয়োজনের কারনে নয়,
কিন্তু গভীর আবেগে যে হাতখানি ধরেছি,
একোন দুবৃত্তের হাত নয়,
কোন জলন্ত আগুন থেকে উঠে আসা
অথবা বরফ শীতল অনূভুতির মত কোন আগুন্তুক ও নয়।
আমার হৃদয়ে ছিল,এখনো নিশ্বাসে মিশে আছে ,
ক্লান্ত অশান্ত জীবনে, ব্যস্ত আড্ডায় কোথায় নেই?
আমি তাকে খুঁজিনি কখনো,
তবু সে রয়ে গেছে আমার বিষন্ন স্বত্তায়,
যত আগাছা, অনাচার সব পাপের বোঝা নিয়েছে কেড়ে,
অনিচ্ছায় বললাম না কিছু।
এমনকি আসা যাওয়া মানসিক টানা পোড়নেও বলা হয়নি অনেক কিছুই,
ধরো আমার যতসব না বলা ব্যর্থতা,
এই জাদুময় হাতটাকে ছেড়ে যাব আজ,
আমার মুৃঠিতে এহাত কোন বন্ধুর হাত নয়,
চির চেনা বিশাল দুর্বোধ্য মহানুভব হিমালয়। ""