ভালো থেকো সুখ , প্রেয়সীর মুখ
ভালো থেকো পাখি
ছল ছল আঁখি ,
ভালো থেকো ফুল, কিছু কিছু ভুল
ভালো থেকো জল
মনাকাশে আঁকি ।
ভালো থেকো চাঁদ , জোছনার রাত
ভালো থেকো তারা
হয়ে সাথী হারা ,
ভালো থেকো নদী , নির্জনে যদি
বয়ে যাও অবিরত
কল কল ধারা ।
ভালো থেকো গ্রাম , হাড়িভাঙ্গা আম
ভালো থেকো রোদ
আকাশেরে চুমি,
ভালো থেকো বন্ধু , চিরযৌবনা তুমি
ভালো থেকো তবু ও
প্রিয় জন্মভূমি।।