দূরত্বই যদি কাঙ্খিত হয়
তবে ভুলে যাওয়াই শ্রেয়।
করুণায় বেঁচে থাকা পরগাছার মত
বর্ষা শেষে তিলে তিলে শুকিয়ে মরার চেয়ে
বানের জলেই বিসর্জন দিও-
যোগ্য হওয়ার বৃথা চেষ্টার চেয়ে
ক্ষুদ্র ব্যাক্তিত্বটুকু আঁকড়ে নিয়ে,
টিকে থাকার লড়াই শেষে
যদি হেরেও যাই; তবে
বিজয় আমার! সে পরাজয়ে।
যদি অবিশ্বাস বাসা বাঁধে হৃদয়ে
যদি শিকড় ছড়িয়ে রূপ নেয় ক্যান্সারে;
থেরাপি নিয়ে, অথর্ব শরীরে
ধুঁকে ধুঁকে বেঁচে থেকে-
শুধুই আত্নগ্লানি অবশেষে!
তোমায় হারানোর শোক
বরং সহস্র তির হয়ে বিঁধুক।
প্রতিশ্রুতির প্রবচনে সাজানো
তোমার এ বিশ্বাসের দেয়াল;
সে শুধুই মিথ্যা-অলীক সুখ