এক বুক বানে ডুইব্যা গেছে
বেবাক মনের সাধ
এই আকালেও ছাড় দিলনা
মইষ্যা নদীর বাঁধ।
নতুন খেড়ের ছাউনির আশায়
ভিজলাম সারা মাস
ভাঙ্গা চালা বা'য়া গলগলায়া
ঝরতাছে পরিহাস!
ফাডা পাও-ডা, ঘা-ও ধরতাছে
প্যাঁচপ্যাঁচা পচা প্যাক
ক্ষেত্ গিয়া দেহি পানির তলেই
পইচ্যা গেছে ব্যাক।
উত্তর পাড়া জুইড়া কলেরা
মানুষ মইরা সাফ
ছালেহার বাপ চোখ ঠ্যাডায়া
কয় ট্যাহা নাই মাফ।
খরান সিজন যায় আনাবাদে
সব পানি খায় বান্ধ
বর্ষার ঢলে ভাসায়া নিল
মানুষ মারার ফান্দ!
গরু-ডারে লইয়্যা কই যে বান্ধি
হাহাকারে ফাডে বুক
সুযোগ পাইলে কামড়ায়া ধরে
রক্ত চোষা জোক-