এই এখানে, এই যে দেখ
জমাট কালো রক্ত
রাতের ভীষণ আধার শেষে
তখন ফজর ওয়াক্ত
সাগর সম তৃষ্ণা সে আর
হয় কি ভাষায় ব্যক্ত
পাজর ভেঙে ফুঁড়লে বুলেট
বুঝবে কত তপ্ত!
মুয়াজ্জিনের কাঁপছিল স্বর
বাতাস ছিল স্তব্ধ
রক্ত লোলুপ বারুদ তখন
খুনের নেশায় ক্রুদ্ধ
ভিজলো তাতে মায়ের চিঠি
স্নেহের গড়া শব্দ
কি অপরাধ জানলোনা কেউ
কফিন হল রূদ্ধ।
এমন বিচার কেমন করে
তোমরা সবে সইলে
স্বৈরাচারীর দুঃশাসনে
মুখ বুজে চুপ রইলে!
লিখব বলেই এই কলমে
সাজাই রঙ্গিন বর্ণ
কাব্য ছিল ন্যায্য দাবির
করলো বুলেট দীর্ণ
চাইতে গেলাম অধিকার, আর
পেলাম মিছে দন্ড
বাকশালিদের কালো ধারা
ধরল চেপে কন্ঠ।
একাত্তরে জীবন দিলাম
স্বাধিকারের জন্য
মূক-বধির এই স্বাধীনতার
অন্তঃকরণ শূন্য।