জীবন- যেন এক যুদ্ধের রাত,
একে অপরে আছড়ে পড়া প্রমত্ত ঢেউয়ে
- জাগতিক ক্ষুধার উদ্ধত ক্রোধ!
সদ্য গজিয়ে উঠা হিংস্র শ্বদন্তে
রক্তের স্বাদাস্বাদনে উন্মত্ত পিশাচের
- বুভুক্ষ বন্য ডাক।
নরকের বধ্যভূমিতে মৃত্যুর মিছিল,
নগ্ন নারীর অপুষ্ট স্তন কামড়ে দেয় ক্ষুধাতুর শিশু
- চেয়ে থাকে শকুন, শৃগাল।
ক্ষুধার কর্কশ কাব্য জুড়ে- হত্যার মচ্ছব;
যুদ্ধ যুদ্ধ খেলায়; জাতি তত্ত্ব, ধর্ম তত্ত্ব
- চেটেপুটে খায় শূককীট!