খাদকের ক্ষুধা রোজ বাড়িতেছে বহু
তাল রেখে ভুঁরি তার চাগিতেছে হু হু
আকালের এই দেশে খাবে আর কি সে
যা'ই পায় চোখ বুঁজে গিলে গোগ্রাসে।
খেয়েছে সে নদী-নালা, বন-জলাভূমি
ক্রমে ক্রমে নাশ হল উর্বরা জমি
খেয়ে খেয়ে পলি জমে জেগে উঠে চর
অভিজাত নগরের উঁচু উঁচু ঘর।
রোড-ব্রিজ-কালভার্ট, কাবিখার টাকা
তছরুপে থেমে গেছে রাষ্ট্রের চাকা
সংসদ, মসজিদ, অফিস-আদালত
খেয়েছে সে ব্যাংকের জমা আমানত।
শ্রমিকের শ্রম খায়- ঘাটে ঘাটে চাঁদা
লিক লিকে জিহ্বাটা মানেনা যে বাঁধা
যত খায় তত বাড়ে এ কেমন ক্ষুধা
বাগে পেলে খাবে বুঝি ঈশ্বর-খোদা!
খাই খাই এ যে এক ভয়ানক রোগ
নিঃশেষে খেয়ে তাই মনে নাই সুখ
শেষকালে খেয়ে সব করে হরিলুট
গোঁ ধরেছে গিলে খাবে জনতার ভোট।