মনের আকাশটা খোলা রাখাই ছিল
কথা ছিল, তুমি এলেই শুরু হবে অবরোধ
ভীষণ ক্ষোভে গুমোট ছিল মেঘেরা
অপেক্ষা, তোমার কন্ঠে ঘোষিত হবে প্রতিশোধ।
মুহূর্তেই বাতাসে শুরু হবে গুঞ্জন
গণ বিক্ষোভে ফেটে পড়বে- গণরোষ
অন্যায্য অধিকার লুটে ছিল যে বাসর
কথা ছিল, তার সাথে আর হবেনা আপোষ।
মুক্তির গান লিখা ছিল লাখো হৃদয়ে
প্রত্যাশা ছিল তুমি দিবে তাতে- সূর্যের পৌরুষ
পুজোর বেদিতে সঁপেছিলাম যে অঞ্জলি
তুমি করলে ভোগ, মোক্ষম সুযোগে- কাপুরুষ!