বাঁচার আকুতিতে কাঁটাতার কামড়ায় শৃগাল
ধেয়ে আসা মৃত্যুক্ষুধা তলপেটে লাথি মারে
এ লড়াই টিকে থাকার
প্রকৃতির আদিম যুদ্ধে।
সহস্র বছর আগে-
এক দল যাযাবর একেছিল এই পৃথিবীর মানচিত্র
সাহারা থেকে সুদূর সাইবেরিয়া
পদ চিহ্নে বিস্তৃত বিবর্তনের শিকল;
হোমো হাবিলিস- হোমো ইরেকটাস- নিয়নডার্থাল
ক্রমশঃ বিলুপ্ত হয় দখলদারের ক্রমবর্ধমান দৌরাত্ম্যে
শুরু হয় বুদ্ধিমান মানুষের সভ্যতা
ধ্বংসের বীভৎস কালো অধ্যায়।
জাতি তত্ত্ব- বর্ণ তত্ত্ব- ধর্ম তত্ত্ব
বিক্ষত করে ধরণী মাতার বক্ষ
গড়ে উঠে কাঁটাতারের দেয়াল
ঝুলে থাকে ক্ষুধার্ত শৃগাল, নিষ্পাপ শিশুর লাশ!