যদি শুনতে পেতাম রাত পোহালেই
দুঃখ কোথাও নেই
কষ্টেরা সব পালিয়ে গেছে
কান্না কোথাও নেই।
যদি শুনতে পেতাম এই ধরাতে
ক্ষুধা কোথাও নেই
অনাহারের সব দেবতা
বন্দী, ধরায় নেই।
যদি শুনতে পেতাম গরিব-ধনীর
বিভেদ কোথাও নেই
জন্ম হতেই সমান সবাই
বর্ণ প্রভেদ নেই।
যদি শুনতে পেতাম সীমান্তে আর
দেয়াল কোথাও নেই
জাতীয়তার বিষোদগারে
হত্যা কোথাও নেই।
যদি শুনতে পেতাম দিন ফুরোলেই
যুদ্ধ কোথাও নেই
শান্তিময় এই বিশ্বে কোথাও
যুদ্ধবাজরা নেই।