নদীর মতই যেতাম বয়ে
ইচ্ছে গুলোয় রং মাখিয়ে,
তীরে আঁকা সবুজ ঘাসে
পল্লী-গায়ের রূপ সাজিয়ে।
মৃদুল হাওয়ায়, পাখির পাখায়
ইচ্ছে হলেই যেতাম উড়ে,
পাহাড় ছেড়ে বন পেরিয়ে
নীল আকাশের দূর ওপারে।
হারিয়ে যাওয়া স্মৃতির ভীড়ে
ইচ্ছে যত হারিয়ে গেছে,
মেঘের ভীড়ে গুমট হয়ে
যেথায় তারা লুকিয়ে আছে-
স্বপ্ন গুলো হয়তো সেথায়
ইচ্ছে মত সাজিয়ে নিয়ে,
সব জমানো দুঃখ গুলো
দিতাম মুছে তুলির টানে।