তোমার রাজ্যে রং ছড়িয়ে
রাঙ্গিয়ে দেব দিগন্ত
বন্ধু তোমার হৃদয় মাঝে
গড়বো প্রাচীর-সীমান্ত।

তোমার ভীষণ উড়ু উড়ু
মনটা বড় অশান্ত
বিশাল ঢেউয়ে ভাসিয়ে নেব
তোমার সৈন্য-সামন্ত।

তোমার দুর্গে কামান দেগে
লিখব আমি আমার নাম
অধিকারের ন্যায্য দাবি
দিতেই হবে তোমায় দাম।

আমার চিহ্ন বইবে তোমার
তোরণ-সোপান-সিংহাসন
মশাল হাতে জ্বালবো আলো
ছাই হবে সব দুঃশাসন।