একটি ছবি বলছে দেখ
না বলা সব কথা
অশ্রু সজল নয় তবু তার
হৃদয় ভরা ব্যাথা।
এই ছবিটা ফিলিস্তিনের
একটি অবুঝ শিশুর
জানেনা সে ইয়াহুদ কারা
কে খোদা, কে জিশুর।
ফুল হয়ে সে জন্মে ছিল
ফুলের রঙ্গিন বনে
তার হাসিতে উঠত জোয়ার
পাহাড়-মরুর মনে।
সেই হাসিটা স্তব্ধ হল
দখলদারের বাণে
ইতিহাসের সাক্ষী হয়ে
রইলো আঁকা প্রাণে।
আজকে কোথায় মানবতা
অধিকারের বাণী
শুনতে কি পাও হাজার শিশুর
আর্তনাদের ধ্বনি!