কষ্টের কথা কি আর কমু
বাজারে নাই সস্তি
ডিমে-মুরগি রাইতে দিনে
করছে ধস্তাধস্তি।
এক হালি ডিম ষাট টাকা দর
কোন জমানা আইছে ভাই
হাজার টাকার বাজার কইরা
ব্যাগে দেহি কিছুই নাই।
সবজির দামে কব্জি ভাইঙ্গা
কিনতে গেছি কচু-লাউ
বাড়িত গেলে আইজকা বউয়ে
আইব লইয়া বটি দাও।
কইলাম তারে এই বাজারে
জিনিস পত্রের ভীষণ দাম
দামের কথায় রাজনীতিতে
সরব হল ধারা বাম।
কইল তারা মাইক ফাটাইয়া
হেস্তন্যাস্ত করব আজ
সকাল বিকাল চলল মিটিং
উঠল শিকেয় কর্ম-কাজ।
কাজের হিসাব নিলে শেষে
দেখবে সবই পন্ডশ্রম
চলছে বেড়ে দ্রব্য মূল্য
মরছে মানুষ আটকে দম।