রিমঝিম বরিষায়, কত ছবি এঁকে যায়
সুরে সুরে ঝরে পড়ে বৃষ্টি,
পাল তোলা নৌকায় মেঘ গুলো ভেসে যায়
বিধাতার অপরূপ সৃষ্টি।
শন শন বনে বনে, কি যে মধু সেই গানে
হারিয়েছি আজ তার মোহতে,
ঝর ঝর অবিরাম, নূপুরের চেনা তান
ঝংকার উঠে কার বীণাতে।
আকা বাঁকা বালি তট, জলে ভেজা মেঠো পথ
যেন আকা জল রং ছবিতে,
প্রাণে প্রাণে যৌবন, নতুনের স্পন্দন
জেগে উঠে কার তুলি ছোঁয়াতে।
ঢেউয়ে ঢেউয়ে কলতান, আগামীর জয়গান
একতারে সুর তুলে হৃদয়ে,
জানালায় অপলক, তার চেনা দুটি চোখ
আহ্বান- ভেসে যেতে প্লাবনে।