নিরব থেকো না- বন্ধু আমার
অন্যায়ে তুলো বজ্রনাদ
রুখতে থাবা অত্যাচারির
আবির রঙে-রাঙাও হাত।
চোখটি বুজে আর কতদিন
অন্ধ হওয়ার করবে ভান
ঐ দুচোখে জালাও প্রদীপ
আলোর ধারায় ভাসুক প্রাণ।
অথর্ব এই মানব জনম
আর কতকাল বাঁচতে চাও
শিকল খুলে এসো সবাই
ন্যায়ের পথে জীবন দাও।
জন্মেছে যে, মরতে হবেই
বন্ধু, এসো শপথ নাও
অত্যাচারির করাল থাবা
রুখতে হবে, রথ সাজাও।
মুক্তির আলো আসবে আবার
থাকবেনা আর দাসত্ব
এই জমিনে আমরা রাজা
এদেশ আমার রাজত্ব।
চুপসে আছি বলেই ভেবনা
আমরা কবেই ঝরে গেছি
গর্জে উঠে জানিয়ে দেব
মশাল হাতে জেগে আছি!