বারণ তোমার সব কিছুতে
একটুতে রাগ খুনসুটিতে
অভিমানের পেয়ালা ভারি
পুতুল খেলায় বারেক আড়ি -
আমি হেসে চুপটি করে
দৌড়ে যেতাম দিদির ঘরে
খাতার পাতায় নৌকা গড়ে
ভাসিয়ে দিতাম দীঘির তরে,
সে কাগজে জানত কি কেউ;
কাব্যমালায় উঠতো যে ঢেউ?
তুমি এসে বলতে আমায়
সত্যিকারের নৌকা ভাসায়
যদি দুজন হারিয়ে যাই
যেথায় গেলে পাবনা ঠাঁই;
এই পারেতে সবাই মিলে
খোজবে মোদের দিঘীর জলে।
আমরা তখন দূরের বনে
সাজব দুজন বর ও কনে;
হঠাৎ এল দস্যু কজন
পালকি ফেলে বেয়ারা দুজন,
আমি ভয়ে কাঁপছি যখন
বীরের বেশে তুমি তখন
এলে চড়ে মস্ত হাতি
বাঘ, সিংহ তোমার সাথী -
ধরলে তুমি হাতটি আমার
লজ্জাতে লাল মুখটি তোমার,
দেখার আগেই আবার আড়ি
ঘোমটা মাথায় ফিরতে বাড়ি;
আমি বসে ভাবতাম একা
আর' মেলাতে জমিয়ে টাকা
কিনব পুতুল, মাটির হাড়ি
গরু টানা এক্কা গাড়ি!
পুতুল খেলা চড়ুইভাতি
ছোট্ট দুজন খেলার সাথী;
এমন রঙিন হারানো দিন
ঝরা পাতার মতই মলিন,
জমা হাজার স্মৃতির ভিড়ে
আসবে কি আর আবার ফিরে?