একটা খুঁটি হবে?
বাঁশের হলেও চলবে কিন্তু শক্ত চাই।
রোজ সন্ধ্যায় ওটাতে ভর দিয়ে দাঁড়াবো;
কালের গহব্বরে উপুড় হয়ে পড়তে পড়তে যখন নিজের উপর বিশ্বাস হারাবো,
তখন ভরসার কুণ্ডলী পাকাপোক্ত দড়িটা বাঁধবো।
মনের অসুখ শুকিয়ে শুকিয়ে কাঠ হয়,
আচমকা কোন উষ্ণতায় তাজা হয়ে স্বস্তির কোমরে বেড়িও বাঁধে।
দেহের পীড়া ক্রমে ক্রমে সেরে ওঠে,
না হয় জীবনের নাকে মুখে বেড়া নিৰ্মান সমাপ্তিতে নিস্তেজ হয়।
অর্থকষ্ট?
মহামারি উপেক্ষা পূর্বক কর্মের শাখা প্রশাখা বিস্তৃতিতে অক্লান্ত পরিশ্রমী হয়ে উঠে।
কবিয়াল২৪.কম/ মঙ্গলবার, জুলাই ০৭, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6