ওহে মনোহরণকারী,
জ্ঞানেন্দ্রিয়;
কর্মেন্দ্রিয়;
অন্তরিন্দ্রিয়;
অবশ প্রায় মর্মযন্ত্রনায়।

ওহে মনোহরণকারী,
সমস্ত ইন্দ্রিয়;
ভাললাগার অপেক্ষায়;
দখলের প্রত্যাশায়;
সজীবতা চায় সুঘ্রাণের অনুভবতায়।
___
২৪ ঘন্টা খবর বিডি/জুন ১০, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6