তটিনীর কূলে এক গোধূলিতে দাঁড়িয়েছিনু একা,
ঐ কালে মোরে আখি দিয়েছিল নীলাম্বরের দেখা।
অবাক হয়ে তাকিয়েছিলুম তাহার প্রশস্তায়,
ধরিত্রী কহিল এই হতভাগা কি দেখছিস হেতায়?
কর্ণপাতে অনিহা বুঝিয়া চুপটি করে রহে,
আমি হেলায় খুঁজিয়া বেড়াই অন্দরে কি বহে।
চক্ষু দেখায় নদী তীরে যায় সুর্যের লাল আভা,
ক্ষণিক সময় অপেক্ষা ধর পড়িবে আঁধারের থাবা।
এতক্ষণে ঊর্মির ডাকে আমার মিলিল সাড়া,
অহেতুক খোঁজো সম্পুর্ণতা জলতরঙ্গ ছাড়া।
সহসা আলোর অভাবপড়িলে অন্তরীক্ষ যায় মুছে,
পা টিপে টিপে সন্ধানে মাতি তাহার অনটন কি ঘুঁচে?
___
আজকের তাজা খবর/রবিবার, ২১জুন ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6