প্রিয়তমা.
বিষন্নতা কাটিয়ে উঠেছো কি?
দারুন বেমানান প্রিয়কে নিয়ে দ্বিধাগ্রস্থতা?
আঁজলা ভরা প্রবঞ্চনা কি এখনো নিশ্চল?
বিষাদ, বিরক্তি, নিরুদ্বেগ কি আজঅবধি স্থির?
প্রিয়তমা,
কি ভাবছো?
কেন কড়া নেড়েছি?
ভাবছো, একগুচ্ছ অবহেলা প্রার্থনা করছি?
না, হৃদয়ে উদিত ব্যাথার বার্তা বিতরণ করতে এসেছি।
প্রিয়তমা,
গভীর ভালোবেসেছি ,আরও গভীর।
অধিক ঠকিয়েছো, আরও অধিক।
আমার প্রাণে রয়েছো গোপন, যেখানে দুঃখের প্রবেশাধিকার নেই।
তোমার প্রাণ হয়েছে শুন্য, সেখানে সুখের প্রবেশাধিকার নেই।
___
সাহিত্যবার্তা/মে ৩১, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6