"প্রকৃতি,এ কোন বাঁধনে
বেধেছো তুমি আমায়?
সকাল-সন্ধ্যা মিশে আছো
তুমি,কোন শুভ্রতার মাঝে। ষড়ঋতুতে বিহারি রূপে
তোমার দু'আখি সাজে।

গ্রীষ্মের উত্তাপে তাতিয়েছো আমায়,
বর্ষার দু'হাত ভেজা জলে
দিয়েছো অপার শীতলতা।

প্রকৃতি,এ কোন বাঁধনে
বেধেছো আমায়?
শরত্‍-এ তোমার আকাশের
বিশাল বুকে উড়ে তুলোর
মতো সাদা মেঘ,সে মেঘে মিশে আছে আমার সমস্ত
উদ্বেগ।হেমন্তে নব
শীতলতার পরিতৃপ্তির
হাওয়া লাগিয়াছে আমার
মৃদু উত্তপ্ত গায়।সে হাওয়ায়
কাশফুলের উড়ো পাপড়ির
মতো, কেড়েছো আমার হিয়া।

প্রকৃতি,এ কোন বাঁধনে বেধেছো আমায়?
শীতের কুয়াশা ভরা তোমার বিস্তির্ণ চাদর তুল্য মাঠে ভিজেছে আমার নগ্ন পা,শিশিরের হিম শীতলতায় পেয়েছি তোমার অপার ভালোবাসা।
বসন্তে দেখিছি তোমার রূপের বিভীষিকা।নয়ন জ্বলেছে তোমার রূপের ঝলকে।মন হারিয়েছে তোমার আগমনে সদ্য ফোটা গন্ধরাজের সুঘ্রাণে।

প্রকৃতি,এ কোন বাঁধনে বেধেছো আমায়?
তোমার নেশাতে আমার বসবাস,এ কোন এক অভিলাশী অরণ্যে?

এতো প্রশ্নের জবাব পাবো
না জানি,তবুও প্রতি মুগ্ধতায় প্রকৃতি তোমার
ছলে স্রষ্টাকে স্মরণে আনি।হাজারো সেলাম
তার পদতলে,প্রকৃতি
তোমায় সৃষ্টি করেছেন যিনি।"