ছোট বালু কণা বলে
সবাই করে তুচ্ছ।
দেখতে চাইনা কেউ
ইহার মাঝে আছে কী সুপ্ত।
মেলিয়া দেখ তোমারই দৃষ্টি।
ক্ষুদ্র থেকেই ভুবনে বৃহত্তর সৃষ্টি।
ফোটায় ফোটায় পড়ে জল,
গড়ে তোলে সমুদ্র অতল।
ছোট এক বীজের স্বরি
পৃথিবী সবুজে দেয় ভরি।
ধরিত্রীর যত ক্ষুদ্র বস্তু
নাহি সে তো তুচ্ছ।
ভরিয়ে দিতে পারে সে ভুবন
সৃষ্টি করে সৌন্দর্য গুচ্ছ।
'ছোট বালু কণার দল
সব হইয়া একত্রিত।
সৃষ্টি করে ধরিত্রীর বৃহৎ যত।
হতাম যদি বালু কণার মত!
পৃথিবীকে করিতাম ছায়া সুশীতল।
গড়ে উঠত শান্তির নীড়।
মুছে যেত কোলাহল।
সর্বত্র দুঃখ হতো শেষ
সৃষ্টি হতো আবাস সুবিশাল।