ত্রিশ পেরিয়ে হয়না ভালোবাসা!
দুচোখ স্বপ্ন দেখে না, থাকে না আশা!!
আবেগ বা অনুভূতির স্থান থাকে না,
থাকে অব্যক্ত ঘর বাঁধার বাসনা!!

চোখের কোণে রঙিন স্বপ্নরা করে না খেলা।
বাস্তবতা জীবনকে করে অবহেলা।

ত্রিশ পেরিয়ে কেউ পড়ে না প্রেমে।
ভালোবাসা আর আবেগের পৃথিবীটা যায় থেমে।
বাস্তবতার কঠিন দাবানলে,
জীবন চলে, জীবনের প্রয়োজনে।
কোন এক অজানা সুখের সন্ধানে,
জীবনটা ছুটে চলে আনমনে।
পিছু ফেরার সাধ্য নেই কারো।
চলতে হবে অজানা গন্তব্যে আরো।
সীমাহীন পথ জেনেও ছুটে চলে।
হাজারো স্বপ্নকে মাড়িয়ে পদতলে।

ত্রিশে কেউ পাই না সুখের দেখা,
সেথা থাকে অজানা পথের ছবি আঁকা!!
হারানো আর প্রাপ্তির হিসাব পাই না পূর্ণতা,
সফলতার মাঝে-ও বিরাজ করে শূন্যতা!!

ত্রিশ শুধু বয়স নয়,এটা জীবনের মানদণ্ড।
এ সময়ের কাল বৈশাখী, স্বপ্নকে করে লন্ডভন্ড।
পাথরে বাঁধা বুক, তবু হাসি মাখা মুখ।
অশ্রুহীন নিদারুণ নিরবতা!
জীবন যুদ্ধে এটাই ত্রিশের বাস্তবতা!!