হে পৃথিবী!
তোমাকে ছেড়ে যাব আমি।
ঝরাবেনা অশ্রু জানি তুমি।
  তব তরে আমি নগণ্য।
রহিছে হস্তদ্বয় মোর শুন্য।
তব পবন,পানি,তব কিরণ।
সদা পুষ্ট করিছে দেহমন।
তব চন্দ্র,সূর্য,নক্ষত্র তারা।
করিছে মোহিত, দিশেহারা।
     হে পৃথিবী!
বক্ষে তব শীতল মায়া।
স্পর্শে জুড়িছে মোর কায়া।
ভরিছে অতৃপ্ত মন,চাহনী।
রিক্ত আমি,তব তরে ঋণী।
    হে পৃথিবী!
কাছাকাছি আজি শেষ চরণের।
জানি নাকো কতক্ষণ বাকি মরনের।
যতক্ষণ আছে মোর জীবন।
সতত তব করি সমর্পণ।