আপন হস্ত করিয়া চুম্মন
সাজালে বসুন্ধরা।
চারিদিক অপূর্ব বিভা
যাহা সর্ব মন কাড়া।
মরুভূমির বালুময় সাগরের হস্ত হতে
করিয়েছ রক্ষা বসুমতিকে।
সাজিয়েছ তাকে আপন
মনের হাজারও রং তুলিতে।
নিজের সকল সম্পদ করে দান
জীবন্ত রাখিছ তুমি ভূমির প্রাণ।
রক্তরাগ চাহনী নিয়ে
যে আসে ধরনীর বুকে।
তাহাকেই বেসে ভালো
থাক তুমি মহা সুখে।
তোমার কোমল মায়ায়
অন্তরীক্ষ ভরে ওঠে ছায়ায়।
তোমার তৃষ্ণাত্ব চাহনীতে
ধরণীতে আসে বৃষ্টি।
প্রাণ ফিরে পায় তখন
বসুমতির সব সৃষ্টি।
তোমার পুষ্প সৌরভ
তোমার পত্র পল্লব ফল।
করিতেছো সব দান
রাখিতে সকল সৃষ্টিকে সবল।
সকল প্রাণিকুলের বন্ধু তুমি।
তোমার কাছে ঋণী এ ভূমি।
দিবাকরের চাহনী থেকে পেতে মুক্তি
তোমার সাহায্য চাই অন্তরীক্ষ।
বসুন্ধরার হাজারও বিভার
সৃষ্টিকারি তুমি বৃক্ষ।।