স্বাধীনতা তুমি,
সবুজ বাংলার মানুষের হাসি
স্বাধীনতা তুমি,
বটের ছায়ায় রাখালের বাঁশি
স্বাধীনতা তুমি,
মায়ের অবুঝ ভালোবাসা।
স্বাধীনতা তুমি,
লক্ষ শহীদের প্রাণের আশা।
স্বাধীনতা তুমি,
রোদ্র-উজ্জল সোনালী সকাল
স্বাধীনতা তুমি,
দূর সমুদ্রে সাহসী মাঝির হাল
স্বাধীনতা তুমি,
তারুন্যের উজ্জ্বল প্রতীক।
স্বাধীনতা তুমি,
সুপ্ত মনের গুপ্ত আমলিক।
স্বাধীনতা তুমি,
তরুন মনের আশার উদ্দিপনা।।
স্বাধীনতা তুমি,
বাংলা মায়ের নদীর স্রোতধারা।।
স্বাধীনতা তুমি,
গ্রাম্য বাজারের চায়ের দোকান।
স্বাধীনতা তুমি,
সবুজ বাংলার কিশোর-কিশোরির গান।
স্বাধীনতা তুমি,
মুক্ত ধারায় বহে যাওয়া বাতাস।।
স্বাধীনতা তুমি,
মেঘমুক্ত সোনালী আকাশ।।