প্রিয়তমা! তুমি কি?
আকাশের রংধনু দেখেছো কখনো?
যেখানে সাতটি রং
একে অপরের গভীর আবেগে মিশানো।
কান পেতে শুনেছ কি?
শরতের আকাশের মেঘ
অথবা বসন্তের ঝিরি ঝিরি বাতাসের গান!!
তুমি কি অনুভব করতে পার?
শীতের কুয়াশায় ,
নিজেকে খুজে পাওয়ার অনুভুতি।
কখনো কি গ্রীষ্মের খরতাপ থেকে আড়াল হতে
এক টুকরো ছায়া খুজেছো?
কখনো কি তোমাকে বিমহিত করেনি?
গ্রীষ্মের দুপুরে বটের ছায়ায়,
নিজেকে মেলে ধরার অনুভূতি,
অথবা নদির তীরের সাদা কাশফুলের আলতো ছোয়া!
বর্ষার কদমফুল শোভা পেয়েছে কি হাতে?
ঘুমিয়েছ কি তুমি বৃষ্টির রাতে?
কখনো কি বৃষ্টির জলে,
নিজেকে ভিজিয়েছ প্রিয় জনের সাথে?
কখনো কি নিজেকে মাতিয়ে তুলেছো,
হেমন্তের ফসলের মাঠে?
প্রিয়তমা,
আমি কখনো গ্রীষ্মের খরতাপে
বটের ছায়া পাইনি!
দেখিনি আকাশের রংধনু!!
শীতের কুয়াশায়
নিজেকে খুজতে যাবার সাহস,
আমার হয়নি কখনো!
কখনো বৃষ্টির জলে,
নিজেকে ভিজাতে পারিনি।
শুধু তুমি নেই বলে!!