না দিয়ে মূল্য সময়ে করিয়াছি হেলা।

যায় যায় করে চলে গেছে কত বেলা।

কত সময় গেছে কাটি করিয়া খেলা।

বুঝিনাই আগে কারে বলে পাঠশালা।।

বাড়ি থেকে বেরিয়ে পাঠশালার নামে।

ভ্রমন করিয়া বেড়ায়েছি গ্রামে গ্রামে।

মায়ে দিছে মার কেঁদেছি বসে নির্জনে।

এতটুকু ক্ষোভ জন্মায়নি তো মনে।।

বুঝেছি যখন কারে বলে পড়াশোনা।

নাহি যে তখন আর কোন পথ খোলা।

তবু কষ্টে হলো শিক্ষার বীজ বোনা।

ভাগ্যবশত তাতে মোর ফললো সোনা।

কত সুখ যে বাস করে শিক্ষার তরে।

সদা প্রত্যক্ষ করি আজ হৃদয় ভরে।
(৫/৯/০৬)