অপরূপা তুমি,
অপরূপ তোমার কায়া,
তোমার তরে দূর্বল হয় আমি,
আমার সর্বাঙ্গে যেন তোমার ছায়া।
তোমার ঐ দুই নয়ন
নেয় কেড়ে আমার মন।
তোমার ঐ গোলাপ পাপড়ীর ন্যায় ঠোঁট।
হৃদয়ে লাগার ভালবাসার চোট।
তোমার ঐ মেঘ কালো কেশ,
ভাল লাগে বেশ।
প্রশ্ন তোলে দেখে তোমার,
আমার এই হিয়া।
বিধাতা সৃষ্টি করেছে তোমার,
আপন মনের মাধুরি দিয়া।
তোমার ঐ মুক্ত ঝরা হাসি,
ফুরাতে চাইনা, যেন অবিনাশি।
হৃদয় সপে তাই ভালবাসি।
তোমার সৌন্দার্য তোমার তরে,
বাড়ায় মোর মায়া।
অপরূপ তুমি,
আপরুপ তোমার ঐ কায়া।