সবুজ শ্যামল ফসল ভরা
আমার এ দেশ।

চারিদিক সবুজের জর্জরা
রুপের যে নাই শেষ।

জালের মত ছড়িয়ে আছে
অসংখ্য নদী নালা।

অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে
পাহাড় পর্বত মালা।

নদীর তীরে কাশফুল আর
মাঠ ফসলে ভরা

অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে
আমার বসুন্ধরা।

গ্রাম বাংলায় তার
সৌন্দার্য্যের সমাহার।

খুলে রেখেছে যেন সে
অমরাবতীর দার।

কোথাও তুমি পাবে নাকো
এমন সৌন্দার্য্যের সমাবেশ।

সকল দেশের রাণী সে যে
আমার অপরূপ বাংলাদেশ।।
(১৭/১০/০৫)