শরিফ মাহমুদ

বিষন্ন মন, নির্ঘুম চোখে দেখিতে পাই না কিছু।
আমার ভাইয়ের রক্ত ছাড়ছে না মোর পিছু।
চোখের সামনে ভাসছে আমার শহীদ ভাইয়ের মুখ।
সহ্য করি কিভাবে আমি ফেটে যায় এ বুক।
হে বর্বর, রক্ত পিপাসি, জুলুমের সর্দার।
কতটা রক্তের বিনিময়ে, তুমি ফিরাবে অধিকার।
হে নির্দয়, পাষাণ হৃদয়ী, অহংকারী জল্লাদ।
তুমি তো বোঝনা,সন্তান হারা মায়ের আর্তনাদ।
কত মায়ের বুক করলে খালি, মিটবে মনের আশা?
কতটা রক্তে মিটবে তোমার মরণ পিপাসা?
আমি তো এসেছি তোমার দ্বারে, মৃত্যুর মিছিল নিয়ে।
যত লাগে লাশ নিয়ে নাও তুমি, আমার মুক্তি দিয়ে।
আমি তো বীর পাইনা তো ভয়,কোন স্বৈরাচার।।
মরণের মাঝে জিতবো আমি, মানবো না তো হার।
রাজনীতি বুঝি না আমি, বুঝি অধিকার।
শোষন মুক্ত গড়বো দেশ, এটাই অঙ্গীকার।।