নীলাকে একটা চিঠি লিখতে চেয়েছিলাম
কোন অভিযোগ কিংবা অভিমান নিয়ে নয়।
মনের মধ্যে লুকিয়ে রাখা হাজারো না বলা কথা
আমাকে সারাক্ষণ প্রলুব্ধ করেনি,
তার হাসির সৌন্দর্য
তাকে জানানোর সুযোগ হয়নি কখনো।
হয়তো হবেও না
তবু্ও সেটা জানানোর ইচ্ছাতে নয়।
তাকে লিখতে চেয়েছিলাম
তার কাজল কালো আঁখি
আমাকে মোহিত করে,
তার  বলতে না পারা ভালো লাগার কথাটি
জানা হয়নি কখনো।
সেটা জানার ইচ্ছে করছে বহু বার,
তবুও এখন জানার  জন্য তাকে লিখতে চাই না।
জানি সে আমাকে ভালোবাসতে চাই
সে জন্য তাকে লিখতে চাই না।
তাকে লিখতে চাই শুধু জানাতে
জগতে এমন ভালো বাসা হয়ত কমই হয়।
সেটা ইচ্ছে করে তবুও ইচ্ছে করে না।
চাই তারে আপন করে, তবুও চাই না।
যে সময় এসেছে তা ফিরবে না আর।
যদিও অসময়ে তুমি ডাকবে বারেবার।
নীলাকে একথা গুলো লিখতে চাই না
তবুও মনে আসে, নিষেধ করতে পারি না।
তাকে লিখতে চাই তুমি ভালো থেকো,
তোমার ভালো থাকাটাই আমার ভালোবাসা।