জরা-জীর্ণতা থেকে পেতে চায় মুক্তি।
তারুণ্য! দাও তুমি শক্তি।
এই নিস্বাদ জীবন চাই না আর।
পেতে চাই স্বাদ,স্বাধীনতার।
প্রকৃতির মমতায় নিজেকে দিতে বিসর্জন।
ধ্বংস করব সব শিকল,এই পণ।।
তারুণ্য!তুমি সাহস যোগাও মোরে।
আজি দুহাত পেতেছি,তব দ্বারে।
কর না,দুবাহু রিক্ত!
আঁখি আজি অশ্রুসিক্ত!
স্বাধীনতা তুমি কোথায় গেছো হারিয়ে
বাংলার মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে।
স্বাধীনতা তুমি ফিরে এসো এই বাংলায়
ষোল কোটি জনতা আজ তোমার অপেক্ষায়।