মন চাই হারিয়ে যাই
দূর কোন অজানায়।
নদি আর সাগর মিলন মোহনায়।
সবুজ শ্যামল ঘেরা কোন গাঁয়ে।
যেথায় প্রভাতের শিশির,
জড়াবে মোর পায়ে।
যেথায় রাখাল অপন মনে,
সুর তোলে বাশিঁতে।
কিশোরি যেথায় মায়া ছড়ায়,
প্রাণ জোড়ানো হাসিতে।
হারিয়ে আমি সেথায় চাই যেতে।
যেথায় তারার মেলা বসে রাতে।
মাঝির নাইয়ের পালে,
কৃষকের হাসিমাখা গালে।
সদা যেথা সহস্র স্বপ্ন বোনে,
হারাবো সেথা নিজ মনে।
যেথায় প্রভাতের সূর্যের আলো
জড়াবে মোর কায়া।
ভর দুপুরের তপ্ত রোদে
আছে যেথায় বটবৃক্ষের ছায়া।
আমি সেথায় যাবো হারিয়ে,
প্রাণভরে শ্বাস নিবো দুবাহু বাড়িয়ে।