কেন এমন করে আমার পাঠাইলে বিধাতা।
স্বপ্নগুলো এলোমেলো শোনেনা কথা।
কোন পাপের শাস্তি তুমি দিচ্ছ আমার।
আর কতো কষ্ট পেলে শেষ হবে এ খেলার।
মেঘলা আকাশ, মেঘলা মন,মেঘে ঢাকা আশা।
দেখবো সে আলো কখন, পাবো ভালোবাসা।
আশা দিয়ে বাঁচাও আমায়,কর তুমি খেলা।
কবে জীবন হবে শেষ,ঘুচবে মনের জ্বালা।
একটা ভালোবাসা নিয়ে চেয়েছি বাঁচতে,
সেটা নিয়েও করছো খেলা কোন অপরাধে।
নির্জনে কাঁদি আমি, ভাবি নিজেকে নিয়ে
সবারই মন ভরাও তুমি, সব কিছু দিয়ে।
আমার বেলায় হাতটা রিক্ত,
ভালো লাগে দেখতে অশ্রুসিক্ত।
হাসো তুমি অপলকে।
ব্যাথার ধারা বয়বে শুধু আমার দু'চোখে।
কেন আমি একাকি কাঁদতো সারা জীবন।
কখনো কেন সুখ পাবেনা আমার পোড়া মন।
জীবনের প্রতিক্ষনে দিচ্ছ কেন ব্যাথা।
বোঝনা কি মনটা তুমি,বোঝনা কি কথা।
জান না কি তুমি, মনটা কেন কাঁদে।
কেন তুমি পোড়াও মন কিসের অপরাধে।
তোমার কাছে বলবো কি, সবই তোমার জানা।
যতো খুশি দাও তুমি, আমার বিরহ যন্ত্রনা।
একলা আমি সহে যাব, বলবো না কোন কথা।
কেন এমন করে আমার পাঠাইলে বিধাতা।
কত ব্যাথা কত কথা জমা আমার মনে,
কেমন করে আছি বেঁচে এই ভূবনে।
কেউ জানেনা আমার মনে কিসের এতো ব্যাথা।
সহিতে আর পারছিনা আমি ক্ষমা কর বিধাতা।
মনের যতো আশা ছিল দিয়েছি কবর।
খুজি নাতো এখন আর সুখের খবর।
মনটার আর নাই বাঁচার সাধ।
প্রভু তুমি ক্ষমা কর আমার অপরাধ।