নির্ভীক আমি,করি না কোন অত্যাচারীর ভয়।
জয়ী হব আমি,ওরা মানবে পরাজয়।
যোদ্ধা আমি,সরাব পৃথিবীর জঞ্জাল।।
বুকের তাজা রক্ত টাকে করিব ঢাল।।
যতক্ষণ রবে দেহে প্রাণ।
সত্যের গাহিব গুন গান।
এ দেহ,প্রাণ সকলি বিধাতার দান।।
বাধা তবে কিসে,তা দিতে কোরবান।।
মিছিমিছি ভয়,করিয়া জয়।
দেখিব আজি সূর্যাদয়।।
প্রভাতের সূর্য,সাহসী কর মোরে।
ধ্বংস করিব তাদের,যারা নেশাঘোরে।
অত্যাচারী শাসকেরা,তোমরা হুসিয়ার।।
আজি উঠিবে জাগি,নিপীড়িত যত বাংলার