ফাগুনের বিদায় বাণীতে
ঘটে চৈত্রের আগমন।

সতত: সে করে ক্লান্ত
মানুষের দেহ মন।

ফাগুন চলে গেলে
দিবাকর যেন উঠে রেগে।
যেন অগ্নী বর্ষণ করে সে
গভীর আবেগে।
সারা বেলা নিদ নাহি তার
সতত: থাকে সে জেগে।

মাঠ ঘাট সব পুড়ে হয় শেষ
সদা তৃষ্ণায় থাকে দেশ।।
চারিদিকে চড়া রোদের বিছানা
শীতল বায়ু হয়ে যায় নিরুদ্দেশ।।

খা খা রোদের মাঝে
একটু বটবৃক্ষের সুশীতল ছায়া।
ছড়িয়ে সেথায় থাকে কোমলতা আর
বাংলার অবিরাম মায়া।।
ক্লান্ত পথিক, রাখাল সেথায়
শীতল করে কায়া।।

১৫/৪/০৬
==