জান, তোমার তরে মোদের ব্যবধান?

মোরা মিথ্যার নয়, সত্যের গাহি গান।

তুমি সবল, হতে পার ক্ষমতাবান।

হতে পারি মোরা পেশি শক্তিতে দূর্বল।

তোমার ন্যায়, মোদের নাই অর্থ বিত্ত।

মোদের কলম যে, উহার চেয়ে শক্ত।।

ধন-যশে তুমি চেননা হয়ত ধূলী।

তবুও ধরনী যাবে তোমাদের ভুলি।।

ধন সম্পদ আর অর্থের মোহে।

আজীবন যাইবে অন্ধকার সহে।

মোদের এই একটি সম্পদ দিয়ে

নিয়ে যাব তোমাদের আলোর সন্ধানে।

মোরা কবি-সাহিত্যিক নাই ধন গর্ব।

মানবের তরে খুজি বসুধার স্বর্গ।
(১৩/১২/০৬)