আষাঢ়ের আগমনে,
ঝর ঝর বৃষ্টি ঝরে।
নির্জনে  ঝরে সে,
টাপুর টুপুর শব্দ করে।

দিনের আলো যায় হারিয়ে,
চারিদিক যায়  আধার ছেয়ে।
হঠাৎ করে মেঘে ঢেকে,
দিবাকর কে লুকিয়ে রেখে,
আঁধারের করে সৃষ্টি,
শুরু হয় মুষল ধারে বৃষ্টি।

মাঠ ঘাট সব, হয়েছে নিরব,
সর্বত্র  পূর্ণ হয়েছে জলে।
সর্ব মানুষগণ ছেড়ে কাজ,
নিরব হয়ে বসে আছে আজ।
  সর্বত্র  জলে করে টলমল,
শুরু হল যেন আষাঢ়ের ঢল।

আষাঢ়ের বৃষ্টির জলে
এলোকেশ পড়ে নুয়ে,
কদমের ডালে ডালে
আনন্দে ভরে ফুলে ফুলে।