আমি দু'বাহু করেছি প্রসারিত।
হিয়াকে করেছি ধর্যরত।
বিভীষিকা;তুমি এসো, নিষ্ঠুরতা নিয়ে।।
করিবো বরণ পুষ্পমন্জুরী দিয়ে।।
ভেবনা,তোমার আগমনে ভীত।
যোদ্ধা করে না শির নত।
তুমি বাস্তবতা,তোমাকে মানতে হবে।
অস্বীকার করে,ভৃমিতে কে রবে?
নিশ্চিহ্ন সে,যার মস্তক অবনত।।
সেই নন্দিত,যার শির উন্নত।।
তুমি বিভীষিকা, নিতে পার পরিক্ষা।
এই মাটি,বায়ূ দিয়েছে শিক্ষা।
হেরে তুমি যাবে, আমি জয়ী হব।।
শির রবে উন্নত,যতক্ষন ধরণীতে রব।।