একটা টাকা দিবেন স্যার?
দুই দিন ধরে আছি অনাহার।
কোথায় পাব টাকা?
পকেট যে আছে ফাঁকা।
স্যার,তবে যে পরিধেয় স্যুটকোট টাই?
এটা,আমি ফুটপথ হতে পাই।
হাতের ঘড়িটা স্যার,মনে হয় ঢের দাম!
ঘড়ি!বন্ধুর নিকট হতে পাইলাম।
তবে,পায়ের সু-দুটো স্যার?
এটারও একই অভিধান।।
তবে যে স্যার,তাজ্জব ব্যাপার!!
কেন তবে এমন ব্যবহার?
অনন্তর,
লেখাপড়া জানেন স্যার?
হ্যাঁ,তা নিশ্চয় জানি-
সার্টিফিকেট আছে দু-দুখানী।
তবে যে স্যার,কর্ম আছে খালী?
রয়েছি বেকার,লেখাপড়া যা জানি!!
তবে যে স্যার,এমন ব্যবহার?
এটা যে ছাপ আধুনিকতার।।
তাই বুঝি স্যার,এমন ব্যাপার!!
পাইলে অনুমতি স্যার,একটা কথা বলি?
বলুন তবে নির্ভয়ে,শুনি।
দৈহিক কোন কাজ জানেন স্যার?
ভীতু কেন তবে,এমন ব্যাপার।।
করতে পারি কাছ হয়ে মটর ম্যাকানী।
তবে যে স্যার,কর্ম আছে খালি?
করিনা কাজ ভয়ে,হাতে যদি লাগে কালি।
তাই বুঝি স্যার,এ কাজে অভিমানী!!
নিশ্চয় জান তুমি,আমি বাঙ্গালী।।
তা তবে জানি স্যার,কিন্ত করলে এমন ব্যবহার,
এই বাংলাও একদিন,থাকবে আমার মত অনাহার।।
স্যার,আর একটা কথা বলি?
না,না বহুক্ষণ আছি এখন তবে চলি।।