জানালার পাশে ঝরছে অঝরে বৃষ্টি ।
চারিপাশে কি করুণ নিরাবতা সৃষ্টি ।
দাড়াতেই, জানালার পাশে
তোমার মায়াবী মুখটা উঠল ভেসে ।
এই তো তুমি!
আমার বাহুডোরে বাঁধা।
তোমার দৃষ্টিতে বৃষ্টি,
আর আমার দৃষ্টিতে তুমি!
তোমার অধরে উষ্ণ আদর আর খুনসুটি ।
জানালায় আছড়ে পড়ছে বৃষ্টি ।
চারিদিকে টুপটাপ শব্দ।
তুমি এখনো কি বৃষ্টির জলে,
দুহাত মেলিয়ে দিয়ে খেলা করো?
নাকি আমার মত,
শুধু বৃষ্টির কান্নাটা অনুভব করো!!
জানো, এখন বৃষ্টির ঝর ঝর আওয়াজ
কোন সুর তোলে না!!
শুধু অঝর ধারায় মনকে ঢেকে দেই অন্ধকারে।
বৃষ্টিরা নাকি, সুর তুলতে পারে না তোমাকে ছেড়ে!
গাছের পাতা গুলোও আমাকে উপেক্ষা করে!!
বৃষ্টির জল ওদের উপর পড়তেই,
ওরা যেন বিদ্রোহ করছে।
ওরা তোমার আসার অপেক্ষায় আছে!
তুমি আসলে আমার বিরুদ্ধে নালিশ করবে।
ওদের ধারণা,আমি তোমাকে
ওদের সাথে খেলতে দিইনা।
আসবে কবে তুমি?
আমার বিচার করে,
গাছের পাতা আর বৃষ্টির সুর ফিরিয়ে দিতে!!