শরিফ মাহমুদ


আমাকে জিততেই হবে
নিজের জন্য নয় আগামীর জন্য।
প্রাণ ভয়ে পালানোর জন্য নয়,
মৃত্যুর মাধ্যমে জীবন করতে ধন্য।
প্রাণ বিলাতে এসেছি আমি,
কে নেবে আমার প্রাণ?
এসো এসো হে স্বৈরাচার।।
আমি এসেছি তাজা রক্ত নিয়ে
কে করবে পান?
তোমার রক্তের ক্ষুধা মিটিয়ে নাও
আমার আগামীকে স্বাধীনতা ফিরিয়ে দাও।
আমি তো এসেছি মরতে রাজপথে
আমাকে মেরে যাও।
বুক পেতে আছি আমি তোমার বুলেটের অপেক্ষায়।
ফিরে যেতে আসেনি আমি, এসেছি নিতে অধিকার।।
আমি থাকবো রাজপথে যতদিন তুমি রবে।
আমাকে জিততেই হবে।।