আমি তাহাকে আহব্বান করি।
যে বলে এসো,সত্যের জীবন গড়ি।
ভূলে যত মিথ্যা অহংকার।
ধনী-গরিব হয় একাকার।
অসৎ পথ করে রুদ্ধ,
খুলে যে সৎপথের দ্বার।
ত্যাগ করে মিথ্যার যুদ্ধ,
যে শান্তি ফেরাতে করে অঙ্গিকার।
যে অন্যায় আর অত্যাচার,
সতত ধ্বংস করে নির্বিকার।
যে মুছে ফেলে থেকে এ ধরা,
যত শোষকের সমাহার।
যে অত্যাচারী শোষকের বিরুদ্ধে।
সদা লিপ্তথাকে ধ্বংসের যুদ্ধে।
আমি তাকে করি আহব্বান।।
যে দূনীর্তি উৎপিড়নের বিরুদ্ধে,
থাকে সদা যুদ্ধে মশগুল।
ফিরাতে যে পারে জগৎ শান্তি,
ফোটাতে পারে নব শস্যে ফুল।
যে পরের তরে উৎসর্গ করে প্রাণ।
সতত আমি গাই তার গান।
অসহায় জাতির মুক্তির লক্ষে,
যে দিয়ে যাবে নিজ প্রাণ।
এভূমির বক্ষে রবে সে সুখে,
ইতিহাসে হবে সে অম্লান।
আমি তাকে করি আহব্বান।।