হেমন্ত পরে ঘরে আস্য শীত ঋতু
বসন্ত হেমন্তের প্রেষে মধ্য শীত ভীতু!
হেমন্তের ক্ষেতে সোনা ধান বারাবারা
বসন্তের কোকিলের চিৎকার পারা,
দুউষ্ণ ঋতুর ঘেষে শীত ঋত শৈত্য
তবু মোর লাগে ভালো,শীত হর্ষ কৈথ্য।

পিতামহীর হস্তে বুনা পূপ পুলি ধুম
মোর ভাবে প্রমোদ আর হলিহলি ঘুম
ধুপ পোহানো প্রতি শৈত্য প্রভাত
ওত পেতে বসে থাকা অগ্নি তাবা'ত,
কাঞ্চন মনির ক্রিড়া হাওরের বুকে-
মীনেরা সব নদ-নদে সর্দে মরে দুখে,
প্রভাতের বৃক্ষে বিহগের গোলমালে
ভগ্ন রম্য স্বপ্ন মোর প্রতিরাত কূলে!!

ভোরের দুবঘাসে জমা হওয়া হিম
রবির উদয়ে ফের উর্ধ্বমুখী থিম,
বাঁকা টেঁড়া মিহি পথ পড়েছে ডাকা
কুহেলির সাদায় চক্ষে মেলেনা দেখা।
পরি মোটা উত্তরী কভু মোটা বসন
কভু যেন সর্দিতে বন্ধ মোর শ্বসন
ফুর্তিত হই হেরে নিশির চাঁদের আলো
শীত ঋতুর সর্বরূপ মোর লাগে ভালো।